মাইটিভি সংবাদ টাঙ্গাইলে বন্ধুকযুদ্ধে আফজাল নামের মাদক ব্যবসায়ী নিহত July 13, 2018 0 40 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber টাঙ্গাইলের সদর উপজেলার বেগুনটালে মাদক বিরোধী অভিযানকালে বন্ধুকযুদ্ধে মোঃ আফজাল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় দুই র্যাব সদস্যও আহত হয়। শুক্রবার ভোর ৫টার দিকে সদর উপজেলার বেগুনটাল গ্রামে এ ঘটনা ঘটে।