কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদেরর ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল টেকনাফে শামলাপুর পাহাড়ি এলাকায় ইয়াবা উদ্ধারে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
একপর্য়ায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল র্যাব তিনজনের গুলিবিদ্ধ মরদেহ, এক লাখ ৪০ হাজার ইয়াবা, চারটি দেশীয় তৈরি বন্দুক ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে। ময়না-তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।