মানিক লাল ঘোষ:
দীর্ঘ ২৮ বছর পর বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ মার্চ। ডাকসু নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এই নির্বাচনে ৪৩ হাজার ভোটারের মন জয় করতে ব্যস্ত সময় পার করছে ছাত্রলীগ,ছাত্রদলসহ ১২ টি প্যানেলের প্রার্থিরা। নির্বাচনে অংশগ্রহণকারীরা প্রার্থিদের প্রতিশ্রুতি ও নির্বাচনী ভাবনা তুলে ধরা হলো।
হাতে মাত্র কয়েকদিন। প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মিলাতে দিন রাত প্রচারনায় ব্যস্ত ডাকসু নির্বাচনের ১২ টি প্যানেলের প্রার্থিরা। ছাত্রলীগ ,ছাত্রদল বামপন্থী প্রগতিশীল ছাত্রজোট ও কোটা সংস্কার আন্দোলনকারীসহ নির্বাচনী মাঠে ১২ টি প্যানেল।
ডাকসুর ২৫টি পদে প্রার্র্থি ২২৯জন। ১৮টি আবাসিক হলে ২৩৪টি পদের ৫৬ টি পদে ছাত্রলীগের বিপরীতে নেই কোন প্রার্থি। নানান প্রতিশ্রুতি ও কৌশলে শিক্ষার্থীদের মন জয়ে ব্যস্ত প্রার্থিরা।নির্বাচনী মাঠে সরব রেকর্ড সংখ্যক নারী প্রার্থিরাও।
ক্যম্পাস জুড়ে উৎসব থাকলেও নির্বাচন নিয়ে এখনো শংকা কাটেনি ছাত্রদলের। অচল ডাকসু সচল করতে ১১ মার্চের দিনক্ষন গননায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৩ হাজার শিক্ষার্থী।