যতদিন পর্যন্ত দেশ ডেঙ্গুমুক্ত না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পরিচ্ছন্নতা কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সংকট মোকাবেলায় বিএনপির দায়বদ্ধতা থাকলেও তারা কোথাও নেই জানিয়ে তাদের ব্যর্থতা থেকে উদ্ধারের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা দরকার বলেও মনে করেন তিনি।
রাজধানীর ফার্মগেট থেকে ডেঙ্গু মোকাবেলায় আওয়ামী লীগের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঈদে বাড়ি ফেরা নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সর্তক থাকার পরামর্শ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।