ড. ইউনুস চলে যাবার পর গ্রামীন ব্যাংকের চরিত্রে অনেকটাই পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নতুন বছরে দ্রততম সময়ে ব্যাংকটির পরিচালনা পরিষদে নির্বাচন দেয়া হবে বলেও জানান তিনি।
সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে গ্রামীন ব্যাংকের লভ্যাংশ হস্তান্তরের পর তিনি এসব কথা বলেন।
কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার জন্য সরকার চালের দাম কিছুটা বৃদ্ধির পক্ষে থাকলেও, অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে অনেকের ক্ষতি হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, আমি চাই চালের দামটা বাড়–ক। দরিদ্র মানুষের সংখ্যা কমছে তবে বছরের শেষে কি হবে আমি জানি না।