ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। তফসিল ঘোষণা করা হবে জানুয়ারিতে।
একই সাথে দুই সিটিতে যুক্ত হওয়া ৩৬ টি ওয়ার্ড কাউন্সিলর পদেও ভোট অনুষ্ঠিত হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত নতুন ওয়ার্ডগুলোর সীমানা এরইমধ্যে পুনর্বিন্যস্ত করা হয়েছে।
এছাড়া এসব ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদের সব তথ্যও এখনর প্রস্তুত। গত ৩০ নভেম্বর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়।
আইন অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওই পদে উপ-নির্বাচন করতে হবে।