ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের দ্বিতীয় ম্যাচে হারলো আবাহনী। ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে শেখ জামাল।
ফতুল্লায় টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে শেখ জামাল। সেঞ্চুরীর দেখা পান উন্মুখ চাঁদ। ১০১ রান করেন এই ভারতীয় ব্যাটসম্যান।
জবাবে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পরে আবাহনী। তবে শেষ দিকে ব্যাটসম্যানদের দৃঢ়তায় পরাজয়ের ব্যবধান কমায় ধানমন্ডির জায়ান্টরা।
২৩০ রানে অল-আউট হয় নাসির হোসেনের দল। ৩টি করে উইকেট নেন আবু জায়েদ ও রবিউল হক। দিনের অন্য ম্যাচে, মিরপুরে প্রাইম দোলেশ্বরকে ৫ উইকেটে রূপগঞ্জ এবং বিকেএসপিতে খেলাঘরকে ৩৪ রানে হারিয়েছে গাজী গ্রপ।