যারা হত্যাকাণ্ড ঘটায় তারা মানুষের ঘৃণা ও অভিশাপ ছাড়া কিছু পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধর্মের নামে যারা জঙ্গিবাদ চালায় তাদের বিরূদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তিনি।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রাজশাহী রুটে বনলতা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের শান্তিই দিতে পারে উন্নতি এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আর্থ-সামাজিকভাবে বাংলাদেশকে উন্নত করার স্বপ্ন নিয়ে কাজ করছে সরকার।