তাজিকিস্তানে একটি কারাগারে দাঙ্গায় তিন কারারক্ষী এবং ২৯ বন্দি নিহত হয়েছে। নিহত বন্দিরা জঙ্গি সংগঠন আইএসএর সদস্য। রাতে দেশটির রাজধানী দুশানবের ১৩ মাইল পূর্বের ভাহদাতের কারাগারে দাঙ্গা শুরু হয়। এসময় এক বন্দি ছুরি দিয়ে একজন কারারক্ষী এবং পাঁচ বন্দি সহকারীকে হত্যা করে।
বন্দিরা আরও বেশ কয়েক বন্দিকে জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ও কারাগারের হাসপাতালে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়। এতে নিহত হয় আরও ২৪ বন্দি। একইসঙ্গে নিহত হন আরও দুই কারারক্ষী।