তিউনিসিয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি, কর ও বেকারত্বের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সহিংসতার রূপ নিয়েছে। বিক্ষোভ দমনে সরকার কঠোর অবস্থান নিচ্ছে। বুধবার রাতেই গ্রেফতার করা হয়েছে তিন শতাধিক বিক্ষোভকারীকে। এছাড়া বেশ কয়েকটি শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আলজেরিয়ার সীমান্তবর্তী শহর থালাতে বিক্ষোভকারীরা জাতীয় নিরাপত্তা ভবনে আগুন লাগিয়ে দেয়। বিক্ষোভ দমনে নিয়োজিত পুলিশ পিছু হটে গেলে এরপর সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার থেকেই দেশটিতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভ শুরু হয়।
আরব বসন্তের মধ্যে একমাত্র গণতান্ত্রিকভাবে সফল দেশ হিসেবে তিউনিসিয়াকে বিবেচনা করা হয়।