আবু সাঈদ অপু : খুলনা ও গাজীপুরের মতো আসন্ন তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি তাতে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ।
আর দলের সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী বলেন সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনার সভার আয়োজন করা হয়।
প্রতিবাদী এ আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ।
এছাড়াও দলীয় সরকারের অধীনে নির্বাচন না করা প্রসঙ্গেও কথা বলেন মওদুদ আহমেদ।
আর দলের নয়াপল্টন কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী কথা বলেন খালেদা জিয়া মুক্তি প্রসঙ্গে।