সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা কিম ইয়ং ন্যামকে দক্ষিণ কোরিয়া সফরে পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার উত্তেজনা কমার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশের তাইবেক পার্বত্য এলাকার শহর পিয়ংচ্যাংয়ে এবারে শীতকালীন অলিম্পিকের ২৩তম আসর বসতে যাচ্ছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন পিয়ংইয়ংকে এই অলিম্পিকে প্রতিনিধি পাঠানোর আহবান জানান।
দুই কোরিয়ার সীমান্ত এলাকার ‘যুদ্ধবিরতি গ্রাম’ পানমুনজমে দুই পক্ষের মধ্যে বৈঠকে এ নিয়ে সমঝোতার পর শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার ঘোষণা দেয় উত্তর কোরিয়া।
এরই ধারাবাহিকতায় এবার শীর্ষ পর্যায়ের কমকর্তার নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে পিয়ং ইয়ং।