এস এম খোরশেদ আলম:
ময়লা আবর্জনা অবৈধভাবে বাড়ী বানানোর ফলে দখল হয়ে যাচ্ছে আগারগাঁও ও কল্যাণপুর খাল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮ ও ১১ নম্বর ওয়ার্ডের সেতু বন্ধন এই খালটি এখন পরিণত হয়েছে মশা মাছির উৎপত্তিস্থল।
বাড়ীঘর ও দোকান বসিয়ে খাল দখলের এই চিত্র রাজধানীর আগারগাঁও ও কল্যানপুর এলাকার। আপসঃ-
সরকারী এই বিশাল খালের উপর বাড়ী অথবা দোকান বানিয়ে মালিকানার দাবীদার অনেকে, বানিজ্য চলছে দেদারছে।

অথচ ষাটের দশকে এর পরিধি ছিল মিরপুর, শাহআলী, পীরের বাগ হয়ে আগারগাঁ-কল্যাণপুর পর্যন্ত।ভক্সপপঃ-
নগরীর উন্নয়নে বিভিন্ন সময় খনন করা হয়েছিল খালগুলো, যা এখন অব্যবস্থাপনায় দখলদারদের রাহুগ্রাসে।
ওয়াসার পদক্ষেপের কারনে খালের কিছ’ অংশ উদ্ধার হলেও থামছে না দখল। আর ময়লা আবর্জনায় পানি বিষাক্ত হয়ে নানা ধরনের বোগব্যাধি ছড়াচ্ছে এলাকায় ।
কিন্তু বলার বা করার কেউ নেই। এ ব্যাপারে নানা তথ্য জানিয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন ওয়ার্ড কাউন্সিলর।