ফেনীর দগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে না।
তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলা হয়েছে, তারা এই কন্ডিশনে নুসরাতকে সেখানে না নিতে বলেছেন।
এর আগে পরিবার চাইলে এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা বললে তাকে বিদেশে নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।