মাইটিভি সংবাদ দলীয় প্রতীক নিয়ে দুই দলের ১১ নেতা বরিশাল সিটি নির্বাচন করতে চান June 21, 2018 0 71 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতিক নিয়ে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপি ১১ নেতা। যারা এরইমধ্যে ঢাকার দলীয় কার্যালয় থেকে দলের মনোনায়ন পাওয়ার আশায় ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ৫ জন আওয়ামীলীগ ও ৬ জন বিএনপি নেতা রয়েছেন।