দিনাজপুরের বিরল উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে গালকাটা বাবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা রয়েছে।
ভোর রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-বিরল সড়কে পুলিশ মাদক বিরোধী অভিযান চালালে, মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে, পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে।
পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় গালকাটা বাবুকে পাওয়া যায়। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।