দুইদিনের মধ্যে লেবাননে ফিরবেন দেশটির পদত্যাগ করা প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন তিনি।
পদত্যাগের ঘোষণা দেওয়ার ১০ দিন পর দেশে ফিরছেন তিনি। গত ৪ নভেম্বর সৌদি সফরে গিয়ে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি।
তার এই পদত্যাগের কারণ হিসেবে ইরান-সমর্থিত দল হিজবুল্লাহকেই দায়ী করেন তিনি। তারাই লেবাননের রাজনীতি নিয়ন্ত্রণ করেন।
হারিরি বলেছিলেন, খুন হওয়ার ভয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।তবে বিশ্লেষকদের দাবি, সৌদি আরবের চাপেই পদত্যাগ করেছেন তাদের মিত্র হারিরি।