দুর্নীতির মামলার বিচারে শতভাগ সফলতা চায় দুর্নীতি দমন কমিশন। রাজধানীতে কমিশনের এক অনুষ্ঠানে এ কথা জানান সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা চিহ্নিত দুর্নীতিবাজদের ধরতে দুদকের নিজস্ব গোয়েন্দারা কাজ করবে বলেও জানান তিনি।
শাসন ব্যবস্থার দুর্বলতা দূর করা না গেলে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে জানান অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। শাসন ব্যবস্থায় ছিদ্র থাকলে রাষ্ট্র চাইলেও দুর্নীতিমুক্ত থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন এ শিক্ষাবিদ ।
সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে আগামীতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ন্যায়পরায়ণ হতে উপদেশ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।
সেগুনবাগিচা শিল্পকলা একাডেমীতে দুর্নীতি বিরোধী সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে দুনীতির বিরুদ্ধে প্রত্যয়ের কথা তুলে ধরেন বিজয়ী শিক্ষার্থীরা।
আইনি ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাইদ।
দুর্নীতিবাজদের ধরতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান দুদক চেয়ারম্যার। দুদকের মামলায় শতবাগ সফলতার লক্ষে কাজ করার কথা জানান ইকবাল মাহমুদ।
দুর্নীতিবাজরা কেউই অবৈধ আয় শান্তিতে ভোগ করতে পারবে না, সবাইকেই আইনের আওতায় আনার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’, প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ এর অংশ হিসেবে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে শতভাগ শাস্তি নিশ্চিতের অঙ্গীকার করেন দুদক চেয়ারম্যান।
দুর্নীতি প্রতিরোধে সকল পেশাজীবীসহ ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।