একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতকে গুরুত্ব দিয়েছে সরকার।
এখন উন্নত দেশগুলোও বাংরাদেশকে উন্নয়নের রোলমডেল বলে মনে করে। দুর্ণীতি নিয়ন্ত্রনে আনতে পেরেছে বলেই আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে নবীন সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।