দেশের একুশতম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আগামী ১৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে জাতীয় সংসদ ভবনে, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সংবিধানের ১২৩ অনুচ্ছেন অনুযায়ী দেশের ২১ তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
৩৪৮ জন সংসদ সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৫ ফেব্রুয়ারী মনোয়ন পত্র দাখিল, যাচাই-বাছাই ৭ ফ্রেবুয়ারী এবং প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারী নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আর ভোট গ্রহণ হবে আগামী ১৮ ফেব্রুয়ারী সংসদ ভবনে।
২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি আব্দুল হামিদ শপথ গ্রহণ করেন। ফলে সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী মধ্যে ভোট সম্পন্ন করার জন্য বাধ্যবধকতা থাকায় এই তফসিল ঘোষণা করেন ইসি।
তবে একক প্রার্থী হলে এই নির্বাচন হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।