দেশের ক্যাবল নেটওয়ার্ক পরিচালনাকারীদের সাথে আলোচনা করে প্রথম ধাপে শহরাঞ্চলে এবং পরে গ্রামে টেলিভিশন ক্যাবল নেটওয়ার্ক ডিজিটালইজ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে নিজ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা জানান। দেশের স্বার্থে বিদেশী চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে ক্যাবল অপারেটরদের এগিয়ে আসার আহবান জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।