প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন, উন্নয়নের মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশকে পেছনে ফেলে এগিয়ে যাবার স্বপ্ন দেখে বাংলাদেশ। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বিপিও সেকটরে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
সকালে বিপিও সামিট বাংলাদেশ ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়নেও প্রযুক্তির সেবা পৌছে দেয়া হবে বলেও জানান সজিব ওয়াজেদ জয়।