প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যেই ক্ষমতায় রয়েছে বর্তমান সরকার, ফলে দেশে টেকসই উন্নয়ন হচ্ছে, মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, এগুলো বিশ্বে প্রশংসিত হচ্ছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, উন্নয়ন কাজ অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন, সরকার তাই করবে। কোটা নিয়ে আন্দোলনকারীরা আসলে কি চায় তা তারা নিজেরোও জানেনা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।