সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্ল্যাকক্যাপদের জয় ৮ উইকেটে।
নেলসনে টস জিতে ব্যাট কতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে মোহাম্মদ হাফিজ, শাদব খান ও হাসান আলী অর্ধশতক করেন।
হাফিজ, শাদব খান ও হাসান আলীর রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিসিময়ে ২৪৬ রান সংগ্রহ করে সফরকারীরা।
ইনিংস সেরা ৬০ রান করেন হাফিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভার খেলার পরেই হানা দেয় বৃষ্টি। পরে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৫ ওভারে আর স্বাগতিকদের সামনে লক্ষ দাড়ায় ১৫১ রান।
যা ৭ বল হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড। ইনিংস সেরা ৮৬ রানে অপরাজিত থাকেন ওপেনার মার্টিন গাবটিল।