সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনে, প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি ব্ল্যাকক্যাপদের।
দলীয় মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পরে তারা। তবে ষষ্ঠ জুটিতে ওয়েটলিং আর গ্রান্দোমির ব্যাটিং দৃঢ়তায় লড়ছে কেন উইলিয়ামসনের দল।
ক্রাইস্টচার্চে এরআগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ৩০৭ রানে অলআউট হয়ে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। সর্বোচ্চ ১০১ রান করেন জনি ব্রেস্ট্রো।
মার্ক উড করেন দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান। বল হাতে নিউজিল্যান্ডের পক্ষে একাই ৬ উইকেট নেন টিম সাউদি। ট্রেন্ট বোল্ট নেন বাকি ৪ উইকেট।