ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আযাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান জামাতে অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, আপীল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সংসদ সদস্যসহ জন প্রতিনিধিরা নামাজে অংশগ্রহণ করেন। নামাজে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।