এখন থেকে ধর্ষণের শিকার নারী বা শিশু যে কোন থানায় অভিযোগ করতে গেলে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
একইসাথে ধর্ষণমামলায় ডিএনএ টেষ্ট বাধ্যতামূলক করা হয়েছে। আর ডিএনএ টেষ্টের নমুনা ৪৮ ঘন্টার মধ্যে দিতে হবে বলেও নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।