ধর্ষণ ও ডেঙ্গুকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে সরকার, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন বাসভাসীদের জন্য পর্যাপ্ত ত্রাণ নেই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বন্যা দূর্গতদের কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করারও দাবী জানান তিনি। এদিকে, ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় স্বাস্থ্যমন্ত্রী এবং মেয়রদের পদত্যাগ করার দাবী জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।