ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। গতকাল গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীসেবা পরিবহনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় গণধর্ষণের শিকার ওই নারী শ্রমিক ধামরাইয়ের একটি গার্মেন্টসে কাজ শেষে বাসে উঠে। পরে বাসটির ভিতরে থাকা যুবকরা মহাসড়কে চলাচলরত অবস্থায় ওই নারী শ্রমিককে গণধর্ষণ করে।
পাঁচ জনের বিরুদ্ধে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।