ঢাকার ধামরাইয়ে র্যাব-২ এর সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে। এ সময় দুই র্যাব সদস্য ও তিন ডাকাত আহত হয়েছে।
এ বিষয়ে র্যাব ২ এর উপ-অধিনায়ক বলেন, তথ্য পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিলো র্যাব। এরপর, এ একপর্যায়ে ডাকাতরা র্যাবের উপর গুলি ছোড়ে ।
এ সময় র্যাব পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিন ডাকাত নিহত হয়।