ধীর গতির যানবাহন চলাচলের জন্য মহাসড়কে আলাদা লেন করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে বৈঠকে এই অনুশাসন দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৭৪৪ কোটি ৪৭ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মোট ব্যয়ের ৬ হাজার ৪১৪ কোটি ৯৭ লাখ টাকা জিওবি, নিজস্ব অর্থায়ন ১৮৯ কোটি ৬ লাখ টাকা এবং প্রকল্প ঋন এক হাজার ১৪০ কোটি ৪৪ লাখ টাকা বলেও জানান তিনি। ২০১৮-১৯ অর্থ বছরের এডিবি বাস্তবায়ন ৯৪ দশমিক ৩-১ শতাংশ যা এযাবৎকালে সর্বোচ্চ বলেও জানান পরিকল্পনামন্ত্রী। বিগত বছরে বাস্তবায়নের হার ছিল ৯৪ দশমিক ১-১শতাংশ।