নওগাঁয় আখেরী মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিন ব্যাপি আঞ্চলিক ইজতেমা।
আখেরী মোনাজাত পরিচালনা করেন,কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রবিউল হক।
মোনাজাতে সারাবিশ্বের মুসলমানদের উপর নির্যাতন নিপড়ন বন্ধে দোয়া করা হয়। জঙ্গি, সন্ত্রাস তথা উগ্রবাদিদের হেদায়েত কামনা করা হয়।