নতুন বছরে দেশের পরিস্থিতি কেমন থাকবে তা সরকারের আচরণের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী মতাদর্শের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
এছাড়া যৌথ সভা শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।