বলিউডের সবচেয়ে প্রিয় স্টারকিড। পাপারাত্জি থেকে মিডিয়া সবার চোখের মণি। কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান।
এমনিতেই তৈমুরের স্কুল যাওয়া, জন্মদিন, বাইরে বেড়াতে যাওয়ার নানা ছবি সোশ্যাল মিডিয়ায় সারাদিন ঘুরে বেড়ায়। এবার ফের তার ফুটবল খেলার ছবি মন কেড়েছে নেটিজেনদের।
চুলে স্পাইক করে নীল টি-শার্ট ও কমলা শর্টস পরে রীতিমতো ফুটবল খেলায় মেতেছে ছোটে নবাব। সাহায্য করার জন্য পাশেই দাঁড়িয়ে রয়েছেন তৈমুরের ন্যানি।
তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।