নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। ৩৩টি ওয়ার্ডের ১২৭টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটার এবার ভোট প্রদান করবেন। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথমবার অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে ২২ প্লাটুন বিজিবিসহ প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।