জাহিদ আহমেদ বাবু:
নববর্ষের নতুন প্রভাতে মানবতার জয়গানে মুখোরিত হলো ঢাকার রাজপথ। “ মানুষ ভজলে সোনার মানুষ হবি ”।
লালন সাঁয়জির এই কালজয়ী বানীকে শ্লোগান হিসেবে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের পক্ষ থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
বাঙালী সংস্কৃতি, কৃষ্টি ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার শপথে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন বিভিন্ন শ্রেনী ও পেশার শান্তিকামী মানুষ।