নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মাইক্রোবাসটি ঢাকা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় ওই মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
আহতদের মাধবদী প্রাইভেট ক্লিনিক ও ঢাকায় পাঠানো হয়েছে।