বাবা মার সামনেই নাচলেন বলিউড তারকাদের ছেলেমেয়েরা। শাহরুখ খান, অভিষেক বচ্চন, ঋত্বিক রোশন— কে নেই সেই অনুষ্ঠানের আসরে! না কোনও শ্যুটিংয়ের ফ্লোর বা কোনও ফিল্মি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়।
শাহরুখ, ঋত্বিক অভিষেকরা এসেছিলেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তাঁদের সন্তানদের নাচ–গান দেখতে। ছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান, ঐশ্বর্যা রাই বচ্চন এবং সুজান খান।
দেখা গিয়েছে টেনিস তারকা লিয়েন্ডার পেজকেও। শাহরুখ পুত্র আব্রাম, অভিষেক–ঐশ্বর্যার মেয়ে আরাধ্যাদের অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল।
বাবার ফিল্ম ‘স্বদেশ’–এর গান ‘ইয়ে তারা ওয় তারা’–এর সঙ্গে নাচল ছোট্ট আব্রাম। আমির খানের ছেলে আজাদও অংশ নিয়েছিল অনুষ্ঠানে। তবে উপস্থিত ছিলেন না আমির।
শনি ও রবিরার দু’দিন ধরে চলে অনুষ্ঠান। বচ্চনরা এসেছিলেন শনিবার। শাহরুখরা আসেন রবিবার। জানা গিয়েছে, নাতনীর অনুষ্ঠান দেখতে আসার কথা ছিল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনেরও।
তবে শেষ মুহূর্তে কোনও কাজে আটকে পড়ায় আসতে পারেননি তিনি। তারকারা একত্রে নাচলেও তাদের সন্তানরা প্রথমবারের মতো নাচলেন।