নাটোরের বড়াইগ্রামে তিনটি ভেজাল গুড় তৈরির কারখানায় র্যাব অভিযান চালিয়েছে। অভিযানে জরিমানা ও সাজা দেওয়া হয়।
অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা ও কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করে পুকুরের পানিতে ফেলে ধ্বংস করা হয়।
দুপুরে উপজেলার ভবানীপুর ও কালিকাপুর গ্রামে এই অভিযান চালানো হয়।