শারমিন আজাদ:
বিশ্ব ভালোবাসা দিবস আজ। এ দিন মানুষের সাথে মানুষের ভালবাসা প্রকাশের এদিন। প্রিয়জনের সাথে ভালোবাসার বহিঃপ্রকাশেই বিশ্বের বিভিন্ন দেশের মত এদিনটি উদযাপন করা হয় বাংলাদেশে। এদিন ভালোবাসার মানুষকে উপহার দিয়ে খুশি করা হয়।
আজ ১৪ ফেব্রয়ারি, বিশ্ব ভালোবাসার দিবস। পহেলা ফালগুনের পরদিনই ভ্যালেন্টাইন ডে হওয়ায়, বসন্তের শোভা আর সৌরভ ভালোবাসার জয়গানে মুখরিত হয়ে ওঠে প্রকৃতি। প্রিয়জনের সাথে একটু আলাদা করে যেনো দিনটি উপভোগ করে সবাই।
সেন্ট ভ্যালেন্টাইনের ভালোবাসার বানী ফ্রম ইওর ভ্যালেন্টাইন; সেই অমর স্মৃতি ম্মরনে দিনটিতে তরুন তরুনিরা প্রিয়জনের জন্য সাধ্যমত নতুন রঙে সাজিয়ে তোলে ভালোবাসার ডালি।
ভালোবাসার নেই কোন গন্ডি। তাই শুধু প্রেমিক প্রেমিকা নয়, মা, বাবা, ভাই, বোনসহ আত্মীয়তার ভালোবাসারও বহিপ্রকাশ ঘটে এদিন। তাই আপনজনদের যে কথা কখনো বলা হয়নি সে কথা বলতেই ভালোবাসা দিবসের যত আয়োজন।
বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বাস আর আস্থার বন্ধনে তাই পরিপূর্ণ হয়ে ওঠে এদিনটি।