এইচ এম মোনায়েম খান : নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিষ্ঠানটি ৫০ শয্যার উন্নিত হওয়ায় পাল্টাতে শুরু করেছে চিকিৎসা ব্যবস্থা। তবে জনবল সংকটে রোগীর সেবা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসকেরা।
চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন হলেও চিকিৎসকসহ কর্মকর্তা কর্মচারি সংকটে রয়েছে সিরাজগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২৫ শয্যার এ হাসপাতালটি প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ৫০ শষ্যায় উন্নিত হয়। ফলে বৃদ্ধি পায় রোগির সংখ্যা। বর্তমানে এ হাসপাতালে গড়ে প্রতিদিন ৭০জনের মতো রোগি ভর্তি থাকছে।
পদ থাকলেও নেই পর্যাপ্ত পরিমানে জনবল। ফলে চিকিৎসা দিতে নানা সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎক ও সেবিকাদের। অপরদিকে নানান সমস্যার মধ্যেও চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত সেবাপ্রার্থীরা। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না পাওয়াসহ নানা সমস্যার কথা জানান সিরাজগঞ্জের রায়গঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিমুল ইহসান তৌহিদ।
চিকিৎসক ও কর্মচারী বৃদ্ধি করা হলে উপজেলার সাড়ে চার লাখ মানুষের সেবা নিশ্চিত করা যাবে এমনটি বললেন এই কর্মকর্তা।