খালেদা জিয়া নারী হয়েও মুক্তিযুদ্ধে নারী নির্যাতনকারিদের সঙ্গে জোট গড়েছেন বলে অভিযোগ করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে উপজেলা নারী জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসানুল হক ইনু।
তিনি আরো বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার ক্ষমতা সরকারের নেই। খালেদা জিয়াকে সাজা দিয়েছে আদালত। তাই আদালত গিয়ে কান্নাকাটি করে খালেদা জিয়ার মুক্তি নিতে হবে।
ভেড়ামারা উপজেলা নারী জোটের সভাপতি নাছিমা আলিম সাজুর সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা জাসদ এবং নারী জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।