বৃষ্টির কারণে ড্র হয়েছে নিউজিল্যান্ড একাদশ আর বাংলাদেশের মধ্যকার দু’দিনের প্রস্তুতি ম্যাচ। লিংকনে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৯৬ ওভার ১ বল খেলে ৬ উইকেটের বিনিময়ে ৪১১ রান তোলে বাংলাদেশ।
দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণা করে আর ব্যাটিংয়ে নামেনি টাইগাররা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের বোলাররা নিজেদের ঝালিয়ে নিতে পারে মাত্র ১২ ওভার। এরপর বৃষ্টির বাগড়ায় আর মাঠে গড়ায়নি ম্যাচ।
দীর্ঘ অপেক্ষার পর প্রস্তুতি ম্যাচ ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালস। ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের সংগ্রহ ছিলো ২ উইকেটে ৫৭ রান। ২৮ ফেব্রæয়ারি হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যন্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।