যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক রাজ্যের কুইন্সে এক মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত অস্কার মোরেলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
স্থানীয় সময় বুধবার বিকেলে রাজ্যের কুইন্স আদালতের বিচারক এ রায় দেন। এর আগে গত ২৩ এপ্রিলে আসামী অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেন আদালত।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর এ হত্যা মামলার রায় হলো। আদালতের বিচারক গ্রেগরি লাসাক রায় প্রদানকালে এ হত্যাকান্ডকে ঠান্ডা মাথায় খুন হিসেবে উল্লেখ করেছেন। ২০১৬ সালের ১৩ আগস্ট এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।