আর্জেন্টিনার সাবমেরিন স্যান হুয়ান নিখোঁজ হওয়ার পর তিন দিন পার হয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি।
৪৪ জন নাবিকসহ হারানো সাবমেরিনকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। তল্লাশি কাজে যোগ দিয়েছে নাসাও।
আর্জেন্টিার নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি বলেছেন, প্যাটাগোনিয়া উপকূল থেকে ৪৩২ কিলোমিটার দূরে বুধবার তাদের দক্ষিণাঞ্চলীয় জলভাগে অবস্থান করছিল সাবমেরিনটি।