বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচী ও আন্দোলনে যোগ না দেয়া এবং প্রতিরোধ না করার ব্যর্থতার জন্য নেতাকর্মীদের ভৎসনা করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ তাকে মুক্ত করতে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।