মাইটিভি সংবাদ নিজ বাসা থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর মরদেহ উদ্ধার February 11, 2019 0 122 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber আরিফুল ইসলাম : ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজন গৃহকর্মীকে আটক রয়েছে, তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে আরো দুই গৃহকর্মী।