সরকারকে দাবী মানতে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে মুক্ত খালেদা জিয়াকে নিয়ে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বক্তব্য রাখেন।