পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারযুদ্ধে ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায়কে উন্নয়নের গতিরোধকারী আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, তার দল বিজেপি মমতার হাত থেকে ওই রাজ্যকে মুক্ত করবে।
অন্যদিকে, নির্বাচনের প্রচারযুদ্ধে নেমে সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। সাতটি ধাপে ১৯ মে পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে ।