পণ্যের আমদানী বা রপ্তানী মূল্যে কম বেশি দেখিয়ে জালিয়াতি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিকার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেছেন, সৎ ব্যবসায়ীদের কোন হয়রানির শিকার হতে হবে না। আর ব্যবসায়ী নেতারা বলেছেন, রাজস্ব বোর্ডের সঙ্গে আস্থার সংকট যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিৎ অন্তত নির্বাচনী এই বছরে।
বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেই বর্তমান সরকারের শেষ বাজেট প্রণয়ন করতে হবে বলে আশংকা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এর মধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ পদার্পণ করেছে উন্নয়নশীল দেশে। আর এ কারণেই জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে এই আয়োজন।
তবে সকল আশংকাকে উড়িয়ে দিয়ে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেছেন, ন্যায্যভাবেই রাজস্ব ফাঁকি রোধ করা হবে। আর ব্যবসার পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে নজর দেয়ার পরামর্শও দেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।